Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৈয়দ আশরাফের মরদেহ ময়মনসিংহের পথে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:৫৩ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ আকাশপথে ময়মনসিংহে নেওয়া হচ্ছে। দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরআগে দুপুর ২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ১০টা ৩৫ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  

প্রথম নামাজে জানাজা শেষে ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁর মরদেহ কিশোরগঞ্জে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে হেলিকপ্টারে তাঁর মরদেহ ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে আনার উদ্দেশ্যে যাত্রা করে।

প্রথম জানাজায় অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সর্বস্তরের জনসাধারণ।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দুপুর ১টার ২০ মিনিটে শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমানের ইমামতিতে সৈয়দ আশরাফের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর সর্বস্তরের জনগণ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শোলাকিয়া ঈদগাহ ময়দানে আশরাফের নির্বাচনী এলাকাসহ জেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের জনতার অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়। এজন্য ঢাকা থেকে হেলিকপ্টারে করে শোলাকিয়ায় নেওয়া হয় মরহুমের মরদেহ।

তার জানাজায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই শোলাকিয়া ময়দানে জনসমাগম বাড়তে থাকে। বেলা ১২টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোলাকিয়া ময়দান।

এখানে আগত শোকাহত নেতাকর্মী ও জনতা বলছেন, তারা সৈয়দ আশরাফকে শেষশ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে এসেছেন শোলাকিয়ায়। প্রিয় নেতার স্মরণে কিশোরগঞ্জ জেলা শহরের সব দোকান-পাট বন্ধ রয়েছে আগে থেকে। কালো ব্যাজ ধারণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ আশরাফের শুভানুধ্যায়ীরা।

আজ রবিবার বিকাল ৫টায় রাজধানী ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ৩ জানুয়ারি বৃহষ্পতিবার রাত দশটার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং নেতাকর্মী রেখে গেছেন।

সৈয়দ আশরাফুল ইসলাম ১ জানুয়ারি-১৯৫২ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।

Bootstrap Image Preview