Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৈয়দ আশরাফের রুহের মাগফিরাত কামনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:০৫ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফিরাত কামানা করে মোনাজাত করেছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ সকাল ১০টা ৩৫মিনিটে জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজে নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুরাদ হোসেন। রাষ্ট্রপতি জানাজা শেষে মোনাজাত করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তারা সৈয়দ আশরাফের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাষ্ট্রপতি বিশিষ্ট রাজনীতিক এবং জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

Bootstrap Image Preview