Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৈয়দ আশরাফের শেষ জানাজার জন্য প্রস্তুত ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ১২:৩৫ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে লাখো মানুষ অপেক্ষা করছে।  আজ বাদ যোহর তাঁর তৃতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আনিসুল হক ও নাজমুজ সাকিব জানান, ময়মনসিংহের ঈদগাহ মাঠে ইতিমধ্যে লাখো লাখো মানুষ জড়ো হয়েছে তাঁর নামাজে জানাজায় অংশ নিতে। এতে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শ্রমজীবীসহ স্তরের মানুষ রয়েছে।

প্রতিনিধিবৃন্দ জানান, সৈয়দ আশরাফুল ইসলামের রাজনৈতিক জীবন শুরু হয় ময়মনসিংহ থেকে। ১৯৭১ সালে তিনি বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে ময়মনসিংহবাসী শোকে মুহ্যমান। এখানে রাস্তায় রাস্তায় শোকের তোরণ নির্মাণ করা হয়েছে।

এদিকে রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সর্বস্তরের জনসাধারণ।

এরপর বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে তার মরদেহ নিজ এলাকা কিশোরগঞ্জ শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে।

বিকাল ৫টায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

৩ জানুয়ারি বৃহষ্পতিবার রাত দশটার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল বিকাল সাড়ে ৫টায় তাঁর মরদেহ দেশে আসে। তিনি এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং নেতা-কর্মী রেখে গেছেন।

সৈয়দ আশরাফুল ইসলাম ১ জানুয়ারি-১৯৫২ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।

 

Bootstrap Image Preview