Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, মে ২০২৪ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশরাফের প্রথম জানাজায় থাকবেন রাষ্ট্রপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আগামীকাল রবিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সদ্য প্রয়াত জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজায় শরীক হবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফের মরদেহ রবিবার বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা হবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেয়া হবে গার্ড অব অনার।

এরপর দুপুর ১২টায় নিজের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে আশরফুল ইসলামের মরদেহ। শোলাকিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা হবে।

দুপুর ২টায় মরদেহ নেয়া হবে তার জন্মস্থান ময়মনসিংহে। সেখানে আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় নামাজে জানাজা হবে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সৈয়দ আশরাফের মরদেহ। সেখান থেকে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় ২১ বেইলি রোডে তার সরকারি বাসভবনে।

উল্লেখ্য, নিজ বাস ভবন বেইলি রোডের বাসা থেকে রাতে সৈয়দ আশরাফের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে।

Bootstrap Image Preview