Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরোধী দলীয় চিফ হুইপ হলেন রাঙ্গা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নব্য গঠিত একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে মনোনীত করেছেন জাপা প্রেসিডেন্ট এইচ এম এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি শুক্রবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পাঠানো হয়েছে। ওই চিঠিতে ‍উল্লেখ করা হয়েছে, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি। প্রধান বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার জাতীয় সংসদে স্পিকারকে ঐ চিঠিতে আরও উল্লেখ আছে যে, ‘পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ও পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত করা হলো।’

এদিকে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে স্পিকারকে অনুরোধ জানান সাবেক এই রাষ্ট্রপতি। ৪ জানুয়রি স্বাক্ষরিত এই চিঠি আজ (শনিবার) স্পিকারের কাছে হস্তান্তর করা হয়।

Bootstrap Image Preview