Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফিকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১২:৩৬ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নবনির্বাচিত সাংসদ ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে মন্ত্রী করার দাবিতে সকালে নড়াইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইল প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের খেলাধুলা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য নড়াইল-২ আসনের এমপি মাশরাফির যোগ্যতা রয়েছে। তিনি মন্ত্রী হলে শুধু নড়াইল নয় গোটা দেশ উপকৃত হবে। দেশকে এগিয়ে নিতে তার মতো ভালো এবং সৎ মানুষের প্রয়োজন।

মানবন্ধনে বক্তৃতা করেন নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুণ্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস প্রমুখ।

Bootstrap Image Preview