Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুবর্ণচরে গণধর্ষণ: রুহুল আ.লীগ থেকে বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১১:৪৭ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১১:৪৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ করার অপরাধে গ্রেফতার ইউপি সদস্য রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) রাতে এক জরুরি বৈঠকে উপজেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নেয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ থেকে দলের সব কার্যক্রম থেকে রুহুল আমিন মেম্বারকে বহিষ্কার করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সূবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরজুবলী ইউনিয়নের চেয়ারম্যান হানিফ চৌধুরী, সহ-সভাপতি ছানাউল্যা বিকম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাসার প্রমুখ।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে ৩১ ডিসেম্বর চার সন্তানের এক জননীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন কর্মী গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় মূল হোতা রুহুল আমিনসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview