Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুবর্ণচরের সেই নারীর সকল দায়িত্ব নিলেন ঐ আসনের নির্বাচিত এমপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভোটের পরে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীর যাবতীয় চিকিৎসাব্যয়, পরিবারের পুনর্বাসন ও সব রকম আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

আজ শুক্রবার ০৪ ডিসেম্বর বিকেলে সংসদ সদস্যের পক্ষ থেকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা সেই নারীর সঙ্গে দেখা করে এ ঘোষণা দেন। এসময় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে ওই গৃহবধূকে আর্থিক সহায়তা দেয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোজাম্মেল হক মানিক, হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, এমপি একরামুল করিম চৌধুরী নির্যাতিতার চিকিৎসা,পুনর্বাসনসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন। এটা দলের কোনো বিষয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে বলেন তিনি।

উল্লেখ্য, আগামীকাল মির্জা ফখরুলসহ বিএনপি’র শীর্ষ স্থানীয় নেতারা নোয়াখালীর সুবর্ণচরে যাবে নির্মমভাবে ধর্ষণের শিকার সেই নারীকে দেখতে। এদিকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমে।

Bootstrap Image Preview