Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলগঞ্জে চা বাগানে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা

রাজকুমার সেন, কমলগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


সারি সারি চা বাগান কুয়াশার চাদরে ঢাকা। বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। প্রকৃতির এমন বৈরি আচরণ স্বভাবসুলভ হলে ও শীত বস্ত্রের অভাবে চরম দুর্ভাগে পড়েছেন চা বাগানগুলোতে বসবাসরত চা শ্রমিকরা। চা বাগান এলাকায় প্রতিদিন কমছে তাপমাত্রা ফলে দৈনন্দিন কাজকর্ম ও শ্রমিকদের প্রাণ চাঞ্চল্যে দেখা দিয়েছে ভাটা।

এ দিকে আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে। ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. মুজিবুর রহমান জানান, ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ দিকে শীতবস্ত্রের অভাবে মৌসুমের শুরুতেই চরম দুর্ভোগে পড়েছেন জেলার ছোট বড় ৯২টি চা বাগানে বসবাসরত চা শ্রমিকরা। প্রতিদিন তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমিকদের কাজে যেতে হয়। তাছাড়া বাজার থেকে শীতের গরম কাপড় কেনার মতো সামর্থ্য না থাকায় এই মৌসুমে তাদের দুর্ভোগ চরমে পৌঁছে।

Bootstrap Image Preview