Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এমপি জগলুল হায়দারকে মন্ত্রী করার দাবি এলাকাবাসীর

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দারকে মন্ত্রী করার দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকালে উপজেলা প্রেসক্লাব চত্তরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আইলা সিডরে বিধ্বস্ত উপকূলের মানুষের প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন বাংলাদেশের সর্ববৃহত উপজেলা ১০৮ সাতক্ষীরা-৪ শ্যামনগর এবং কালিগঞ্জ (আংশিক) আসনে বারবার নির্বাচিত এমপি এসএম জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে দেখা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।

তিনি বলেন, এসএম জগলুল হায়দার ১০ম সংসদে এমপি থাকাকালিন সময়ে এ অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতিক হিসেবে জনবন্ধু খ্যাতি পেয়েছে। এ অঞ্চলটি প্রাকৃতিক সম্পদের অপর সম্ভাবনাময় একটি স্থান। দেশের সিংহভাগ রাজস্ব আদায় হয়ে থাকে এ অঞ্চলের সাদাসোনা খ্যাত চিংড়ী রফতানির মাধ্যমে।

এ ছাড়া বিশ্বের একক ম্যানগ্রোভ বন সুন্দরবন এই শ্যামনগর উপজেলায় অবস্থিত হওয়ায় পর্যটন ক্ষেত্রে রাজস্ব আদায়ে রয়েছে অসীম সম্ভাবনা। অথচ এই জনপদের মানুষ দীর্ঘদীন কোনো মন্ত্রীর ছোয়া পায়নি। উপকূল অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে এমপি এসএম জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে পেতে চাই প্রান্তিক জনগোষ্ঠির দাবি।

তিনি আরও বলেন, এ এলাকায় সুন্দরবনের মুন্সিগঞ্জ আকাশলীনা, গোপালপুর পিকনিক কর্ণার, হরিচরণ বাবুর জমিদার বাড়ি, বংশীপুর শাহী মসজিদ, বংশীপুর হাম্মামখানাসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে যেটি পর্যটন বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। এখানে মন্ত্রীর ছোঁয়া পেলে স্বনির্ভর উপজেলায় পরিণত করা সম্ভব বলে মনে করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত পর্যটন শিল্পে বিপ্লব ঘটাতে নাভারণ থেকে মুন্সিগঞ্জ রেললাইন, প্রধানমন্ত্রীর মাধ্যমে এসএম জগলুল হায়দার অত্র অঞ্চলের ৪টি শিক্ষা প্রতিষ্টান জাতীয়করণসহ বিভিন্ন প্রকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ অঞ্চলের আপামর সাধারণ মানুষের প্রাণের দাবি জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে পাওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ বিভিন্ন পেশাজীবীরা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শ্যামনগর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি জিএম আকবর কবীর। সংবাদ সম্মেলনে বিভিন্ন পেশাজীবীরা এমপি জগলুল হায়দারকে মন্ত্রী পাওয়ার দাবিতে বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview