Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আওয়ামী লীগের বিশাল বিজয়ে স্বাগত জানালো পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিশাল বিজয়ে স্বাগত জানিয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনে বিজয়ী জোটকে স্বাগত জানায় দেশটি।

বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহম্মদ ফয়সাল বলেন, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি নতুন সরকারের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হবে। 

পাকিস্তানের উইওন টিভির সাংবাদিক আনাস মল্লিকের এক প্রশ্নের উত্তরে ড. মুহম্মদ ফয়সল এসব কথা বলেন।‌‌

এসময় তিনি আরও বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে  বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। 

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন। গতকাল বৃহস্পতিবার নবনির্বাচিত ২৯১ জন সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। 

Bootstrap Image Preview