Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক হেদায়েত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৭:৫৬ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৭:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে জামিন দিয়েছেন আদালত। জামিন পেয়ে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলায় হেদায়েতের আইনজীবী অ্যাভোকেট মাসুম বিল্লাহ বলেন, আজ রিমান্ডের প্রথম দিনে সাংবাদিক হেদায়েত হোসেন অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগেই আইনজীবীরা তার জামিন আবেদন জানালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এ সময় তার সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের নির্বাচনী ফলাফল বিভ্রাট সংক্রান্ত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় বটিয়াঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে তিনদিনের রিমান্ডে নেয়।

Bootstrap Image Preview