Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শপথ নিয়েও এরশাদের ‘নাটকীয়তা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আজ জাতীয় সংসদে আজ শপথ নিচ্ছেন না সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। বিকেল ৩টায় শপথ নেওয় কথা থাকলেও শেষ পর্যন্ত শপথ নিচ্ছেন না বলে পার্টি সূত্রে জানা গেছে।

এর আগে আজ সকালে হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম বলেন, স্যার (এরশাদ) বাসা থেকে দুপুরের পর বের হবেন। বিকেল ৩টায় এককভাবে শপথ নেবেন।

ঠিক কী কারণে তিনি অন্যদের সঙ্গে শপথ নিচ্ছেন না সে বিষয়ে কোনো সদুত্তোর পাওয়া যায়নি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে। জাতীয় পার্টির অন্যান্য সংসদ সদস্যরা দ্বিতীয় দফায় বেলা সাড়ে ১১টার দিকে শপথ নেন।

এ বিষয়ে দুপুর আড়াইটায় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, আজকে ৩টার সময় উনার (এরশাদ) শপথ নেয়ার কথা রয়েছে। তবে আজকে যদি উনি শপথ না নেন তবে নির্ধারিত সময় সীমার মধ্যেই শপথ নেবেন।

Bootstrap Image Preview