Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় জামানত হারালেন ৬ প্রার্থী 

(চকরিয়া) কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:৩৪ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:৩৪ AM

bdmorning Image Preview


কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের আট প্রার্থী একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, মোট ভোটের এক অষ্টমাংশ ভোট না পেলে জামানত হারাবেন প্রার্থী। আর এবারের মোট ভোটারদের মধ্য থেকে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম ২ লাখ ৭৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এডভোকেট হাসিনা আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৬০১ ভোট।

জামানত বাজোয়াপ্ত হওয়া ছয় প্রার্থীরা জাতীয় পাটির মোহাম্মদ ইলিয়াছ, তিনি ভোট পেয়েছেন -২৩১ ভোট। ওয়ার্কস পাটির আবু মোহাম্মদ বশিরুল আলম, তিনি ভোট পেয়েছেন-৪২৫ ভোট।ইসলামী আন্দোলনের আলী আজগর, তিনি ভোট পেয়েছেন-৫২২ ভোট।মুসলিম লীগের মোহাম্মদ ফয়সাল, তিনি ভোট পেয়েছেন -৭০ ভোট। স্বতন্ত্রপ্রার্থী তানিয়া আফরিন, তিনি ভোট পেয়েছেন-২১৮ ভোট।স্বতন্ত্রপ্রার্থী বদিউল আলম, তিনি ভোট পেয়েছেন-৮৯ ভোট।

Bootstrap Image Preview