Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শপথ শেষে দুপুরে আ’লীগ সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১১:০২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১১:০২ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বৈঠকে বসবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) নতুন এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সংসদের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে বেলা ১২টায়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলীয় সব প্রার্থীকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

মূলত এই বৈঠকের মাধ্যমে দলীয় প্রধান সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং বৈঠকে সবার প্রস্তাবে একাদশ সংসদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এরপর নতুন সরকারের করণীয় ও দলীয় এমপিদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।
এ বিষয়ে তারিক মাহমুদ বলেন, প্রথমে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী নিজে নিজে শপথ গ্রহণ করবেন। পরে তিনি বাকি নবনির্বাচিতদের শপথ গ্রহণ করাবেন।

Bootstrap Image Preview