Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:০৬ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:০৬ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বিএনপির ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তেয়ারীর চর গ্রামের জজ মিয়া নামক এক ব্যক্তি বাদী হয়ে নির্বাচনের তিন দিন পর এই মামলাটি দায়ের করে।

বাদী তার অভিযোগে জানায়, গত শনিবার রাতে প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার ও সীল নিয়ে তার ভাতিজা উজ্জলের বাংলা ঘরে আসলে বিএনপির নেতাকর্মীরা ব্যালেট পেপার ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় বাদী পক্ষ লোকজন নিয়ে বাধা দিলে তাদেরকে মারধোর করা হয়। পরে পুলিশ ধাওয়া করলে বিএনপির কর্মীরা পালিয়ে যায়। এ সময় বিএনপির কর্মীদের লাঠির আঘাতে কয়েকজন আহত হয়।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খাঁন বাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় কেউ অভিযোগ নিয়ে আসলে অভিযোগ তদন্ত করবে পুলিশ। ঘটনা তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Bootstrap Image Preview