Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরা-১ আসনে জামানত হারালেন ৬ প্রার্থী

এসএম বাচ্চু,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৯:১৪ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৯:১৪ PM

bdmorning Image Preview


সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে সংসদ সদস্য হিসাবে প্রতিদদ্ধীতা করেন ৭ প্রার্থী। এর মধ্যো ১ জন বাদে সকলে জামানত হারিয়েছেন।

প্রদত্ত ভোটের ৮ ভাগের কম ভোট পাওয়ায় এসব প্রার্থীরা তাদের জামানত হারাবেন বলে জানান জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর।

তিনি আরও বলেন, প্রত্যেক আসনে প্রদত্ত ভোটের আট ভাগের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাতিল হবে। এতে দেখা যায় সাতক্ষীরা-১ আসনে ৬ জন প্রার্থী তাদের জামানত রক্ষা করতে পারবেন না।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সাতক্ষীরা-১ আসনে প্রদত্ত মোট ভোটের সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৮১০। জামানত রক্ষা করতে হলে কমপক্ষে এখানে ৪৪ হাজার ৩৫২ ভোট পেতে হবে। কিন্তু এ পরিমাণ ভোট না পাওয়ায়ায় এ আসনে জামানত হারাবেন বিএনপি’র মনোনীত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জাতীয় পার্টির (প্রত্যাহারকৃত প্রার্থী) সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত (লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এফএম আসাদুল হক (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মো. আজিজুর রহমান (কাস্তে), ন্যাশনাল পিপলস পাটি-এনপিপি’র মো. আব্দুর রশিদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব (সিংহ)।

উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন ১৪ দল ও মহাজোট মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।

Bootstrap Image Preview