Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামানত হারালেন লালমনিরহাট-১ আসনের লাঙ্গল প্রার্থী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview


সাংবাদিকদের সামনে একাধিক বার নিজের বিজয় নিশ্চিত দাবি করলেও ২ হাজার ৩ শত ৬৪ ভোট পেয়ে জামানত হারিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মেজর (অবঃ) খালেদ আখতার। তিনি লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা ও ভাতিজা মেজর (অব) খালেদ আখতার হাতীবান্ধা উপজেলায় ভোট পেয়েছেন ১ হাজার ৪৫ টি ও পাটগ্রাম উপজেলায় ভোট পেয়েছেন ১ হাজার ৩ শত ১৯টি। তবে নির্বাচনের ১ দিন আগেও তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, তার বিজয় শতভাগ নিশ্চিত। তা ছাড়া ফুলের মালা গলায় দিয়ে তাকে বিভিন্ন গণসংযোগে দেখা যায়।

উল্লেখ্য, এ আসনে ২ লক্ষ ৬৩ হাজার ১ শত ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। 

Bootstrap Image Preview