Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিনামূল্যে বই বিতরণ শেখ হাসিনার অবদান: তুহিন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৯:২১ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৯:২১ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব শুরু হয়েছে। বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন।

মঙ্গলবার নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চন্ডীপাশা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ঘোষপালা ফাজিল মাদ্রাসা সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরন উৎসব উদ্বোধন করেন এমপি তুহিন।

বই বিতরণকালে এমপি তুহিন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, আর সেই জাতি রক্ষায় বিশ্বের মধ্যে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা। ‘বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ’ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের ফলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ঝরেপড়া কমেছে এবং বিদ্যালয়গুলোতে উল্লেখযোগ্য হারে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এসময় বই বিতরণ উৎসবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আব্দুল মালেক চৌধুরী স্বপন, মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোসাদ্দেক মেহদী ইমাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুকন উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার এম মোহাম্মদ আলী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, মাধ্যমিক পর্যায়ে মোট ৪৯হাজার ৪৮৯ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ৬৪ হাজার ১০৭ টি বই, প্রাথমিক পর্যায়ে ৮০ হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৭১ হাজার বই বিতরণ করা হবে।

এদিকে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের পক্ষে বই উৎসব উদ্বোধন করেন ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফূজ্জামান খোকন।

এসময় গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আতাউল করিম বাবুল, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান মো. এনামুল হক বাবুল, আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রফিক, শহীদুল ইসলাম পিয়ারুল, আনোয়ারুল হক, যুবলীগ নেতা শফিকুল ইসলাম রিপন, মাজহারুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন দ্ইু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম ও আমিনুল ইসলাম আঞ্জু। 

Bootstrap Image Preview