Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে শিক্ষক ও ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষক ও ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করেছে দুর্বৃত্তরা। ঘটনায় সময় তাদের পরিবারের লোকজনদের দেশিয় অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতদল নগদ ও স্বর্ণসহ দু'টি বাসা থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান তারা। 

সোমবার (৩১ ডিসেম্বর) রাত ২টায় পৌর শহরের গাছতলাঘাট এলাকার ব্যবসায়ী আতিকুল ইসলামের নিজ ভবনের  দু'তলার দু'টি ফ্লাটে এ ঘটনাটি ঘটেছে

তাৎক্ষণিক খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

২য় তলার ভাড়াটিয়া আমিনুল ইসলাম শহরের উত্তরপাড়ার ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। 

তিনি জানান, সোমবার রাতে প্রতিদিনের মত তার পরিবার নিয়ে রাত ১১ টায় ঘুমিয়ে পড়েন। বাসাটির মালিক তার স্ত্রীর ভাই আতিকুল ইসলামের। পাশের ফ্লাটে তার ভাই ও শ্বাশুড়ীসহ পরিবার নিয়ে নিজেই বসবাস করেন। গত রাত প্রায় ২ টায় বিল্ডিংয়ের নিচে প্রধান গেইটে বিকট আওয়াজ শুনে তার ঘুম ভেংগে যায়। কোন কিছুর বুঝার আগেই তার রুমের দরজায় কারা যেন নক করছিল এবং বলছিল দরজা খুল।

এসময় তিনি ভয়ে দরজা না খুললেও তখন দুর্বৃত্তরা শাবল দিয়ে দরজার তালা ভেঙ্গে একদল প্রবেশ করে। আনুমানিক ৭/৮ জনের ডাকাতদল রুমে প্রবেশ করেই শিক্ষক আমিনুলকে ছুরির ভয় দেখিয়ে হাত পা বেঁধে ফেলে। পরে তার স্ত্রী শরমিন আক্তারকে বলে আলমারীর চাবি দে এবং তোর শরীরের গহনা খুলে দে।

এসময় চাবি দিলে আলমারী থেকে ১ লাখ ১৫ হাজার নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণ এবং ২ টি মোবাইল ডাকাতরা নিয়ে যায়। তারপর পাশের ফ্লাটের তার ভাই আতিকুল ইসলামের রুমের দরজাটিও ডাকাতরা একই কায়দায় ভেঙ্গে রুমে প্রবেশ করে। এই রুম থেকেও একইভাবে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে নগদ ৫৫ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ এবং ৪টি মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে নেয় ডাকাতদল। ডাকাতির সময় তারা চিৎকার করলেও নিচতলার ভাড়াটিয়া ও প্রতিবেশী কেউ এগিয়ে আসেনি বলে তাদের অভিযোগ। তারপর ডাকাতি শেষে দুটি রুমের দরজার বাহির থেকে লক করে ডাকাতদল পালিয়ে যায় বলে তারা জানায়।

বাসার মালিক ভৈরব বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী আতিকুল ইসলাম জানান, আমাদের দুটি বাসা থেকে নগদ ১ লাখ ৭০ হাজার  টাকাসহ ১১ ভরি স্বর্ণ ও ৬টি দামি মোবাইল এবং মূল্যবান জিনিমপত্রসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনার সময় ৭/৮ জন ডাকাতের মুখে মুখোশ ছিল বলে কাউকে চিনতে পারেনি বলে জানান তিনি। 

এ ঘটনার ব্যাপারে জানাতে চাইলে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহারুল খাঁন বাহার জানান, এ ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
 

Bootstrap Image Preview