Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ

 বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:২১ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:২১ PM

bdmorning Image Preview


বান্দরবানে নতুন বছরের শুরুতেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বান্দরবান স্থানীয় রাজার মাঠে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান থেকে ৬ষ্ঠ বারের মতো নব নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।

এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আফছারসহ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন।

চলতি বছর বান্দরবান জেলায় ৭৩০টি প্রাইমারী স্কুলে মোট ৩ লক্ষ ৩৩ হাজার  ৬০৭ টি বইসহ ক্ষুদ্র নৃ-গোষ্টির ভাষা চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক-প্রাথমিকে ২৮৮৭টি ও ১ম, ২য় শ্রেনীতে ৬ হাজার ৮৩৩টি বই বিতরণ করা হয়। এছাড়াও জেলার ৬৪টি মাধ্যামিক বিদ্যালয়ে ৬ লক্ষ ৯০ হাজার৫৭৫টি বই বিতরণ করা হচ্ছে।

এদিকে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ সরকার। শিক্ষাঙ্গণে সন্ত্রাস বন্ধ করে সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। শিক্ষাকে যুগ উপযোগী করে আধুনিক পাঠ্যক্রম চালু করে শিক্ষার মানোন্নয়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব বলেই শিক্ষা ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই নতুন বছরের বই পাচ্ছে।এতে করে  শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি মনযোগ বৃদ্ধি পাবে। 

Bootstrap Image Preview