Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে ৪ লাখ নতুন বই বিতরণ 

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই উৎসব ২০১৯ অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ২ টায় শ্রীমঙ্গলস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীমঙ্গল শাখার সভাপতি জহর তরফদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব,  জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম প্রমুখ। 

এবছর শ্রীমঙ্গল উপজেলায় ৩০টি  ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত বিদ্যালয়, ১২টি ১ম থেকে ৫ম শ্রেণী বিদ্যালয় এবং ৫টি ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত দাখিল মাদ্রাসায় সর্বমোট ৩১ হাজার ১শত ৬২জন শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৬৭ হাজার ৫শত ৩১টি বই বিনামূল্যে বিতরণ করা হবে। 

Bootstrap Image Preview