Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে দায়িত্ব পালনকালে আহত ১৮ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হবিগঞ্জে আহত ১৮ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা তার নিজ তহবিল থেকে এ সহায়তা দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এসএম বজলুর রহমান, রবিউল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় হবিগঞ্জে ১৮ পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে রয়েছেন- ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এসআই, এএসআই, নায়েক ও কনস্টেবল। 

সহায়তা প্রদানকালে এসপি মোহাম্মদ উল্ল্যা বলেন, তার ব্যক্তিগত তহবিল থেকে আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে কি পরিমাণ সহায়তা দেওয়া হয়েছে তা জানান নি তিনি।   

Bootstrap Image Preview