Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসানে (শেরপুর-ধুনট) আওয়ামী লীগের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ৩ লাখ ৩১ হাজার ৫৪৬ ভোট পেয়ে তৃতীয় বারের মতো জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জিএস সিরাজ পেয়েছে ৪৯ হাজার ৭৭৭ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে বগুড়া-৫ আসন গঠিত। এ আসনে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়া অবশিষ্ট ৮প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে ধুনট উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৬৩৯জন। নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ২৫৫ এবং বাতিল হয়েছে ৪ হাজার ৪৫০ ভোট। নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৭০৫। নিয়ম অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ পেতে হয়। সেই হিসেবে জামানত ফেরত পেতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ৪৮ হাজার ৯৬৩ ভোটের প্রয়োজন। কিন্ত ৮ প্রার্থী একভাগেরও কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের মাঝে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির তাজ মোহাম্মাদ শেখ ১ হাজার ২১২ ভোট, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান হিমিকা ১৩২ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মোঃ মাহমুদুর রহমান ৩ হাজার ১৫৫ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আব্দুন নুর ৩৫৩ ভোট, মাথাল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ জন ২০৪ ভোট, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম ১৯৩ ভোট, কোদাল প্রতীকে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির রঞ্জন কুমার দে ২৩৬ ভোট এবং কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সন্তোষ কুমার পাল ৪৪৭ ভোট পেয়েছেন। 

Bootstrap Image Preview