Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমিরাতের সাধারণ ক্ষমায় পাঁচ মাসে বৈধ ৪৫ হাজার বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:০৯ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষে হয়েছেন গতকাল।দীর্ঘ পাঁচ মাস পর গতকাল (৩১ ডিসেম্বব) শেষ হয়েছে। এই পাঁচ মাসে প্রায় ৪৫ হাজার অবৈধ বাংলাদেশি প্রবাসীকে আমিরাতে বৈধ হতে আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেট হতে নতুন পাসপোর্ট বা এমআরপি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান জানান, মাত্র ৫ মাস সময়ের মধ্যে নিয়মিত পাসপোর্টপ্রত্যাশী ছাড়াও অবৈধ অভিবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশিকে বৈধ করা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। তবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস ও কনস্যুলেটের সকল কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় এই বিশাল কাজ আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

উল্লেখ্য যে, আমিরাত সরকার গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমে তিন মাসের ও পরে আরো ১ মাস করে দুই মাস সময় বৃদ্ধি করে মোট ৫ মাসের সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল। রাষ্ট্রদূত আমিরাতে অবস্থানরত বৈধ অভিবাসীদের ভিসা ট্রান্সফার উন্মুক্ত হবার কথাটিও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, প্রায় ৪৫ হাজার প্রবাসী ইতিমধ্যে ৬ মাসের জব সিকার ভিসা পেয়েছেন। এবং যারা ৬ মাসের জব সিকার ভিসা পেয়েছেন তারা যত দ্রুত সম্ভব কাজের ভিসা লাগাতে চেষ্টা করবেন। ইতিমধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আউট পাস নিয়ে অনেক প্রবাসী দেশে চলে গেছেন। যার সংখ্যা পাঁচ হাজারের অধিক। তিনি সকল প্রবাসীকে আমিরাতে বৈধ হয়ে বসবাস করার আহ্বান জানান। ভিসা পরিবর্তনসহ নানা জটিলতায় তিনি দেশীয় প্রবাসীদের দূতাবাস ও কনস্যুলেটে আসার আহ্বান জানান।

এ সময় দূতাবাসের প্রথম সচিব রিয়াজুল হক, প্রথম সচিব মুহাম্মদ জোবায়েদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এম আবদুল মন্নানসহ সাংবাদিক মুহাম্মাদ মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview