Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে নতুন বই দিয়ে শুরু হলো 'বই উৎসব'

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০১:৩১ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০১:৩১ PM

bdmorning Image Preview


দেশের লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিতেই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে এ উৎসব উদ্‌যাপনের ফলে এটা এখন সার্বজনীন উৎসবের রূপ পেয়েছে।

বছরের প্রথমদিনে শীতের পরশমাখা স্নিগ্ধ সকালে এ নতুন বই শিশুদের জন্য অনবদ্য এক উপহার হয়ে উঠেছে। স্কুলগুলোয় বসেছে শিক্ষার্থীদের আনন্দমেলা। বই পেয়ে শিক্ষার্থীরা বেজায় খুশি।

সারাদেশের ন্যায় এ উৎসবে অংশগ্রহণ করেন, উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পঁয়ত্রিশ হাজার ছাত্রছাত্রী ও উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬টি মাদ্রাসার প্রায় চল্লিশ হাজার ছাত্রছাত্রী।

মঙ্গলবার (১ জানুয়ারি) উপজেলার বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে তুলে দিয়ে উপজেলায় বই উৎসব উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফয়সল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ কামাল পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ শরীফ, সাংবাদিক এ এইচ এম মান্নান মুন্না, গিয়াস উদ্দিন রনি প্রমুখ।

স্কুলগুলোতে নতুন বইয়ের সেট মিলিয়ে ফিতা দিয়ে বেঁধে আকর্ষণীয়ভাবে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুরাও নতুন আশা নিয়ে নতুন বই হাতে নিতে অধীর অপেক্ষায় ছিলো। বই পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview