Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় নতুন বই পেল ৩ লাখ শিক্ষার্থী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছিল সাতক্ষীরার শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার জেলার প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ তিন হাজার এবং মাধ্যমিক ও মাদ্রাসার এক লাখ ৮০ হাজার ৪২৮ শিক্ষার্থীর  হাতে তুলে দেওয়া হয় প্রায় ৩৫ লাখ ৯৪ হাজার নতুন বই।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই উৎসবে যোগ দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এছাড়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের যোগ দেন তারা। এ সময় জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview