Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও থ্রিজি ও ফোরজি সেবা চালু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


আবারও চালু করা হয়েছে থ্রিজি ও ফোরজি সেবা।  

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টা ২১ মিনিট থেকে মোবাইল ইন্টারনেট সেবা সচল করে দেয় মোবাইল অপারেটরগুলো।

এদিন সকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে থ্রিজি, ফোরজি চালুর নির্দেশ দেয়ার পর তারা এ সুবিধা চালু করে বলে জানা গেছে।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২৭ ঘণ্টা বন্ধ রেখে মোবাইল ইন্টারনেট সেবা চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও তা বন্ধ করার নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

রবিবার (৩০ ডিসেম্বর) ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টায় বিটিআরসির নির্দেশনা পেয়ে মোবাইল ফোন অপারেটররা সবধরনের মোবাইল ইন্টারনেট চালু করে।

এরপর ওইদিন রাত ৯টার পর আবারও থ্রিজি, ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।

এর আগে ভোটের আগের দিন শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশনা পাঠিয়ে ইন্টারনেট সেবা বন্ধ করেছিল বিটিআরসি।

শনিবার দুপুর থেকে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ করে টুজি সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। কিন্তু শনিবার রাত ১১টার পর থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত টুজি সেবাও বন্ধের নির্দেশনা দেয়া হয়।

ফলে ভোটের আগের দিন মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবা পায় নি গ্রাহকেরা।

এরপর রবিবার সন্ধ্যা ৬টায় আবার ইন্টারনেট সেবা চালু হয়।

এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইলে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ রেখেছিল বিটিআরসি।

শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত কিছু সময় ফোরজি ও থ্রিজি সেবা পেয়েছিলেন গ্রাহকেরা।

প্রসঙ্গত, মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ডে ইন্টারনেটে স্বাভাবিক সেবা পেয়েছেন গ্রাহকেরা। 

Bootstrap Image Preview