Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাইল্ড স্ট্রোক করে হাসপাতালে আ’লীগ সাংগঠনিক সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৮:১২ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


মাইল্ড স্ট্রোক করে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।

গতকাল রবিবার ভোটের দিন সকাল ১১টায় দলের সংবাদ সম্মেলনের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে দলের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘রবিবার ভোটের দিন সকাল ১১টায় দলের সংবাদ সম্মেলনের পরপরই অসুস্থ হয়ে পড়েন আমাদের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। পরে উনাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আহমেদ হোসেনের ব্রেইন স্ট্রোক হয়েছে জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘ডাক্তার আমাদেরকে জানিয়েছেন, তার মাইলড স্ট্রোক হয়েছে। তবে অবস্থা এখন উন্নতির দিকে।’

এদিকে ল্যাব এইড হাসপাতালের কমিউনিকেশন বিভাগের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন বিডিমর্নিংকে বলেন, ওনার একটি স্ট্রোক হয়েছে। তার শরীরের একটি পাশ একটু অবশ। কার্ডিওলজিস্ট সোহরাবউজ্জামান এবং নিউরোলজিস্ট প্রফেসর আশরাফ আলীর তত্ত্বাবধানে আছেন তিনি এখন। প্রাথমিকভাবে যা যা চিকিৎসা দেওয়ার প্রয়োজন তা দেওয়া হচ্ছে। একটু সময়ের প্রয়োজন পুরোপুরি সুস্থ হতে।

সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন হাসপাতালে গিয়ে আহমেদ হোসেনকে দেখে এসেছেন বলেও জানান বিপ্লব বড়ুয়া।

 

Bootstrap Image Preview