Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিজভীর সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার ঘণ্টাব্যাপী বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৮ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতবাসের এক কর্মকর্তা বৈঠক করেছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জ্যাকোব নামের ওই কর্মকর্তা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ বৈঠক করেন।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কিছু বলা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওই কর্মকর্তা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে দুপুর দেড়টার দিকে সেখান থেকে বের হন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দুপুরে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসেছিলেন। তিনি রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি বলতে পারবো না।

উল্লেখ্য, গতকাল রবিবার (৩০ ডিসেম্বর) হয়ে গেল বহুল প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি।

Bootstrap Image Preview