Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘করণীয়’ নির্ধারণে ঐক্যফ্রন্টের বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৬:০১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


নির্বাচনের ফল বিপর্যয়সহ পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। নির্বাচনের ফলাফল, কর্মসূচি ও করণীয় ঠিক করতে এ বৈঠক হবে বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম।

বৈঠকে ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত থাকবেন।

ঐক্যফ্রন্টের বৈঠকের আগে গুলশানে বিএনপির স্থায়ী কমিটি ও ২০ দল নেতাদের পৃথক বৈঠক হবে।

উল্লেখ্য, গতকাল রবিবার (৩০ ডিসেম্বর) হয়ে গেল বহুল প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি।

Bootstrap Image Preview