Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়ার ঘোষণা মুহিব্বুর রহমানের  

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:১৬ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:১৬ PM

bdmorning Image Preview


পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৮ হাজার ৮১২ ভোট পেয়ে জয় লাভ করেন অধ্যক্ষ মুহিব্বুর রহমান। 

সোমবার সকালে দলীয় কার্যালয়ে তাকে স্বাগত জানান তৃনমুলের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। 

অর্থনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ন আসনকে জেলায় উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানিয়ে পটুয়াখালী-৪ সংসদীয় আসনের বিজয়ী প্রার্থী অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব বলেন, 'প্রধানমন্ত্রীর যেসব মেঘা উন্নয়ন প্রকল্পের কাজ এ এলাকায় চলমান রয়েছে তা দ্রুত বাস্থবায়নসহ স্থানীয় জনগোষ্ঠীকে এসব কাজে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি সন্ত্রাস, মাদকসহ সালিশ বানিজ্যমুক্ত সমাজ গড়া হবে।'

তিনি আরো বলেন, 'কলাপাড়া হাসপাতালকে ২০ শয্যায় উন্নীত করা হবে। রাংগাবালীতে ১০০ শয্যার হাসপাতালসহ জেলাসহ কলাপাড়ার সাথে দ্রুত যোগাযোগ মাধ্যম এবং বিদ্যুতায়ন করা হবে। কুয়াকাটার পর্যটকদের দীর্ঘদিনের দাবী ঢাকা-কলাপাড়া বিলাশ বহুল যাত্রীবাহী লঞ্চ সার্ভিস চালু করা হবে।'  

পটুয়াখালী-৪ আসন নিয়ে তার ঘোষিত নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন উল্লেখ করে সদ্য বিজয়ী মহিব জানান, তাদের পরিবারের দীর্ঘদিনের একটি ঐতিহ্য হল মানুষকে সেবা করার। সে মানসিকতায় বেড়ে উঠেছেন। তিনি এ এলাকার মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত রাখবেন। তিনি বলেন, রাজনীতিতে এসেছি মানুষকে কিছু দিতে, নিতে নয়।

উল্লেখ্য, দখিনের সবচেয়ে দামী আসন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) এ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মুহিব্বুর রহমান।

১১০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৮১২ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা হাত পাখা প্রতীক নিয়ে মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ৬ হাজার ৮০৪ ভোট। ৬ হাজার ১৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি দলীয় প্রার্থী এবিএম মোশারফ হোসেন।

Bootstrap Image Preview