Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের বিরোধী দল হিসেবে বসছে জাতীয় পার্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:০১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:০১ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয় বারের মত সরকার গঠন করতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে বেসরকারি ফলাফলের হিসেবে জানা গেছে, সর্বোচ্চ ২৬৬ আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। ২২টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি। সে হিসাবে জাতীয় সংসদে ফের বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে জাতীয় পার্টি।

বিএনপি ৫টি আসন পেয়ে তৃতীয় স্থান পেয়েছে। বাকি আসনগুলোর মধ্যে গণফোরাম ২টি, বিকল্পধারা ২টি, জাসদ ২টি, ওয়াকার্স ৩টি, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩টি আসন।

এর আগে রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কানাডা ও ভারতসহ বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল সকল দলের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩৪টি, জাতীয় পার্টি ৩৪টি, বাংলাদেশের ওয়াকার্স পার্টি ৬টি, জাসদ ৫টি, জাপা (মঞ্জু) ২টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২টি, বাংলাদেশ জাতীয়বাদী ফ্রন্ট (বিএনএফ) ১টি ও স্বতন্ত্র ১৫টি আসনে বিজয়ী হয়।

Bootstrap Image Preview