Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে নৌকা, ১টিতে লাঙ্গল 

রাজীবুল হাসান ,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৭ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৭ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ছয়টি আসনে ১টি লাঙ্গল ছাড়া বাকি ৫টিতে বিপুল ভোটে নৌকার বিজয়।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়া ভোটে জয় পেয়েছেন শুধু নৌকা প্রতীক প্রার্থীরাই। 

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সৈয়দ আশরাফুল ইসলাম পেয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে রেজাউল করিম খান চুন্নু পেয়েছেন ৭১ হাজার ৪৩৩ ভোট। 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নূর মোহাম্মদ পেয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৮৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন পেয়েছেন ৫১ হাজার ৩১৯ ভোট। 

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু পেয়েছেন ২ লক্ষ ৩৯ হাজার ৬১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেএসডির ডক্টর সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৭৮৬ ভোট।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে রেজওয়ান আহাম্মদ তৌফিক পেয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৬৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন চার হাজার ৯৩৭ ভোট। 

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে আফজাল হোসেন পেয়েছেন ২ লক্ষ এক হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে শেখ মজিবুর রহামন ইকবাল পেয়েছেন ২৮ হাজার ৫৯৪ ভোট। 

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নাজমুল হাসান পাপন পেয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৯৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে শরীফুল আলম পেয়েছেন ২৮ হাজার ৮৪ ভোট।  

Bootstrap Image Preview