Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সব উন্নয়ন প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৫১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৫১ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাট পাকা হয়েছে। মাকড়সার জালের মতো এখন দেশে পাকা রাস্তা। তবে যেসব উন্নয়ন বাকি রয়েছে, তার জন্য ধৈর্য ধরতে হবে। আমরা সব উন্নয়ন প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব।

আজ সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাটের রুপালী চত্তর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গতকাল রবিবার নির্বাচন হয়ে গেল। এতে কোনো প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলা হয়নি। আমরা জনগণের রায়ে জয় পেয়েছি। তাই আমাদের নেতাকর্মীদের অভিনন্দন জানাই। আপনারা দলকে ভালোবেসে বিজয় এনেছেন।

এ ছাড়াও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা নিরঙ্কুশ বিজয় পেয়েছি। ঘরোয়াভাবে এ বিজয় উদযাপন করবেন। বাইরে বের হয়ে কারও সঙ্গে খারাপ আচরণ করবেন না। তাছাড়া রাজনীতি মাঠে, কারও বাড়ি-ঘরে গিয়ে যেনো রাজনীতি করা না হয়।

তিনি আরো বলেন, রাজনীতি জোয়ার-ভাটার মতো। কখনও জোয়ার আসবে, কখনও ভাটা। তাই দলীয় নেতাকর্মীদের বলবো বিরোধীপক্ষের সঙ্গে কোনো প্রকার বাড়াবাড়ি করা যাবে না। এটা নেত্রীর নির্দেশ নেতাকর্মীদের জন্য।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সবাই মিলে কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে যে বিজয় আপনারা নিয়ে এসেছেন যেকোনো মূল্যে এই বিজয়কে সংহত করতে হবে। এই বিজয়কে কনসলিডেট করতে হবে। এই বিজয় এই এলাকার আরও উন্নয়ন, আরও অর্জন বয়ে আনবে। ’

এ সময় নেত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি, নিজের প্রদত্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার কথা উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নেতাকর্মীদের বিজয়ের আনন্দ ঘরোয়াভাবে পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেতাকর্মীরা ধৈর্যের সঙ্গে সংযমী হয়ে এই বিজয়, বিজয়ের আনন্দ নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করবেন। কেউ বাড়াবাড়ি করবেন না এবং আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না। আমি সবাইকে বলছি, আমাদের এলাকায় একটা ঐতিহ্য আছে। রাজনীতির যে বাকবিতণ্ডা এটা মাঠে থাকবে। কারো বাড়িঘরে গিয়ে যেন এই রাজনৈতিক রেষারেষির কোনো প্রতিক্রিয়া না হয়।’

তিনি আরও বলেন, ‘বিদ্বেষের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতিকে আমি বিশ্বাস করি না। রাজনীতি জোয়ার-ভাটা। কখনো জোয়ার আসবে আবার কখনো ভাটা আসবে। কাজেই জোয়ার দেখে কেউ উল্লসিত হয়ে প্রতিপক্ষের ওপর কোনো প্রকার বাড়াবাড়ি, প্রতিহিংসা দেখাবেন না। নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমি নেতাকর্মীদের এই আহ্বান জানাচ্ছি। ’

রোববার ভোটের সময় কোনো কোন এলাকায় সমস্যা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল এখানে ভোট হয়েছে। কোনো কোনো এলাকায় কিছু কিছু সমস্যা হয়েছে। কিন্তু আমাদের এই এলাকার কোথাও চোখে পড়ার মতো কোনো ঘটনা ঘটেনি। কোনো সংঘর্ষ, সহিংসতা হয়নি। সেজন্য আমি এলাকার জনগণকে, আমাদের নেতাকর্মীদের আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ’

Bootstrap Image Preview