Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোট দিয়ে স্বস্তিতে তারকারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৩৪ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৪৬ AM

bdmorning Image Preview


শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন ঘিরে তারকাদের মাঝে বাড়তি উদ্দীপনা দেখা গিয়েছে। বিভিন্ন নেতার প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন অনেক তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালিয়েছেন অনেকে। গেল রবিবার (৩০ ডিসেম্বর) শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন জনগণ। তাদের সঙ্গে ভোট দিতে নিজ নিজ এলাকার ভোট কেন্দ্রে হাজির হয়েছিলেন তারকারা।

ঢাকার বনানী বিদ্যানিকেতন বিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় ভোট দেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।

ঢাকা সেনানিবাসের ধামালকোট আদর্শ উচ্চবিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় ভোট দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

গুলশান মডেল স্কুল কেন্দ্রে মা’কে নিয়ে ভোট দিতে যান চিত্রনায়ক শাকিব খান। বেলা সাড়ে তিনটায় রিকশায় চড়ে কেন্দ্রে যান তিনি।

সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

বিকাল পৌনে চারটায় ঢাকার কাফরুল এলাকার বিজয় ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন চিত্রনায়ক নিরব।

ঢাকার রামপুরার সালামবাগ এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন চিত্রনায়ক ইমন।

বেলা ১১ টায় ঢাকার উত্তরা হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি।

মিরপুর মাজার রোডের একটি কেন্দ্রে বেলা আড়াইটার দিকে যান চিত্রনায়িকা অপু বিশ্বাস। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।

ঢাকার শান্তিনগর এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ছোট পর্দার প্রিয় মুখ শবনম ফারিয়া।

সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি অভিনেত্রী তারিন।

ঢাকা-১০ আসনের ভোটার অভিনেত্রী নাদিয়া, চুমকী, অভিনেতা মীর সাব্বির, নির্মাতা অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী। সকাল সাড়ে ১০ টায় ধানমন্ডির সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোত দেন তারা।

মিরপুর ১২ নম্বরের এমডিসি মডেল স্কুল কেন্দ্রে মা-বাবাকে সঙ্গে নিয়ে বেলা দুইটায় হাজির হন লাক্স তারকা বাঁধন। ভোট দিতে পেরে বেশ খুশি তিনি।

দুপুর সাড়ে বারোটায় উত্তরা হাইস্কুলে ভোট দিতে যান অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি, অভিনেতা ইন্তেখাব দিনার, নির্মাতা রহমতুল্লাহ তুহিন।

ভোট দিতে পেরে বেশ খুশি কন্ঠশিল্পী আঁখি আলমগীর। ভোট প্রদান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলফি পোস্ট করেন তিনি।

চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমি ঢাকার কলাবাগান এলাকার মেহেরুন্নিসা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোত দিয়েছেন।

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্রে বেলা দুইটার দিকে হাজির হন কণ্ঠশিল্পী কোনাল। বেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ঢাকা-১৩ আসনের এই ভোটার।

Bootstrap Image Preview