Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরার ৪ টি আসনের নির্বাচনের বেসরকারি ফলাফল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ AM

bdmorning Image Preview


সাতক্ষীরা ১ আসনে (তালা-কলারোয়া) মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির এড.মুস্তফা লুৎফুল্লাহ নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে ৩ লাখ ৩১ হাজার ৪০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬হাজার ৯০২ ভোট। 

সাতক্ষীরা ৩ আসনে (আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ডা. আফম রুহুল হক বেসরকারিভাবে নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৫৩  ভোট।

সাতক্ষীরা-৪ আসনে (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার বেসরকারিভাবে নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের গাজি নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ৩০হাজার ৪৮৬ ভোট পেয়েছেন। 

এদিকে, সাতক্ষীরা ২ আসনে (সদর) ইভিএম ভোটে ১৩৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৭ টি কেন্দ্রে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১০ হাজার  ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের মুহাদ্দিস আবদুল খালেক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ২৬ ভোট। 

Bootstrap Image Preview