Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহের ১১টি আসনই মহাজোটের দখলে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:০৮ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:০৮ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আসনই দখলে রেখে মহাজোট মনোনীত প্রার্থীরা। প্রতিটি আসনেই বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা। তাদের নানা অভিযোগ ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উৎসবমুখর পরিবেশে নির্ধারিত সময়েই ভোট গ্রহণ শেষ হয়। 

জেলার ১১ আসনে বিভিন্ন দলের ৫৭জন প্রার্থী মধ্যে মূলত প্রতিদ্বন্ধিতা হয় মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের মাঝে। ১১টি আসনেই মহাজোট প্রার্থীরা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩০ ডিসেম্বর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফলের তথ্য নিশ্চিত করা হয়।

বেসরকারি ভাবে নির্বাচিত হলেন যারা এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী-

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আওয়ামীলীগের বর্তমান এমপি জুয়েল আরেং নৌকা মার্কা নিয়ে ২ লাখ ৫৮ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী আফজাল এইচ খান ধানের শীষ প্রতীক  নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৬৩৮ ভোট।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) মহাজোটের মনোনীত প্রার্থী বর্তমান এমপি শরীফ আহম্মেদ নৌকা প্রতীক নিয়ে  ২ লাখ ৯২ হাজার ৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শাহ শহীদ সারোয়ার ধানের শীষ নিয়ে পেয়েছেন  ৬১ হাজার ৭২৪ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) মহাজোটের মনোনীত প্রার্থী  বর্তমান এমপি নাজিম উদ্দিন আহম্মেদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১লাখ ৫৯ হাজার ৩০০ ভোট। পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ২৪  হাজার ৬৩১ ভোট পেয়েছেন। 

ময়মনসিংহ-৪ (সদর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে  ২ লাখ ৪৪ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫৩ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) মহাজোট মনোনীত  প্রার্থীকে এম খালিদ বাবু নৌকার প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৫৬৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট প্রার্থী জাকির হোসেন বাবলু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২০৩ পেয়েছেন ভোট। 

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী বর্তমান এমপি মোঃ মোসলেম উদ্দিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৪০ হাজার ৫৮৫ ভোট। ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শামছ উদ্দিন আহমেদ ৩২ হাজার ৩৩২ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে মহাজোটের মনোনীত প্রার্থী হাফেজ রুহুল আমীন মাদানী নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৬ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন। ঐক্যফ্রন্ট প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন ধানের শীষ নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ১৪৮ ভোট।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মহাজেট প্রার্থী ফখরুল ইমাম লাঙ্গল প্রতিকে ১ লাখ ৫৬ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী  (গণফোরাম) এএইচএম খালেকুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে ৩৪ হাজার ৬৩ ভোট পেয়েছেন। 

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মহজোটের প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন নৌকা প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের প্রার্থী খুররম খান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৮৫৮ ভোট।

ময়মনসিংহ-১০ (গফরগাও) আসনে মহাজোটের প্রার্থী বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেল নৌকা প্রতীকে ২ লাখ ৮১ হাজার ২৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট প্রার্থী  সৈয়দ মাহমুদ মুর্শেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৭৫ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে মহাজোট মনোনীত প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনু নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ২৪৪ ভোট। ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ধানের শীষ প্রতীকে ২৬ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন।

Bootstrap Image Preview