Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-১৯: ২য় বা‌রে জাতীয় সংসদের টি‌কিট পে‌‌লেন ডা.এনামুর রহমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ AM

bdmorning Image Preview


চার লাখের বে‌শি ভো‌টে সংস‌দীয় আসন ঢাকা-১৯(সাভার-আশু‌লিয়া) এ জ‌য় পে‌য়ে‌ছেন আওয়ামী লীগের ম‌নোনীত প্রার্থী ডা. এনামুর রহমান। 

২৪৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ডা. এনামুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লক্ষ ৮৮ হাজার ৯৮১ ভোট এবং তার নিকটতম ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি ধানের শীষ প্রতীকে মো: সালাউদ্দিন বাবু পেয়েছেন ৬৯ হাজার ৪১০ ভোট।

ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসার এই তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।  

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল আটটা থে‌কে বিকাল চারটা পর্যন্ত ঢাকা-১৯ আসনের ২৪৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চ‌লে। ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার ৯৪৭ জন।  প্রিসাইডিং অফিসার ছিলেন ২৪৩ জন,  সহকারী প্রিসাইডিং ছিলেন ১,৩৬২ জন। এবং পুলিং অফিসার ছিলেন ২৭২৪ জন। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন একজন পুলিশ এবং ১২ জন আনসার সদস্য। এছাড়া ভ্রাম্যমান টীমসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক নিরাপত্তার দায়িত্ব পালন ক‌রেন।

উ‌ল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী ডা. মো.এনামুর রহমান নৌকা, বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ধানের শীষ, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ লাঙ্গল, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মোহাম্মদ সারোয়ার হোসেন বাঘ, বিকল্পধারার মো. আইনুল হক কুলা, ইসলামী অন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান হাতপাখা এবং বাংলাদেশ মুসলিম লীগের ইদ্রিস আলী হারিকেন প্রতীক।

Bootstrap Image Preview