Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারা দেশে যান চলাচল স্বাভাবিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় রাজধানী ঢাকাসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

আজ সোমবার ভোর রাত থেকেই সারা দেশে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়।

তবে সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা এখনও কার্যকর রয়েছে। নির্বাচন কমিশনের স্টিকার পাস ছাড়া কোনো ধরনের মোটরসাইকেল চলাচল করতে পারবে না।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শনিবার দিবাগত রাত ১টা থেকে রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত শুধু স্টিকার ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি। কিন্তু নিষেধাজ্ঞা শেষ হওয়ায় যানবাহন চলাচলের আর কোনো বাধা রইলো না।

Bootstrap Image Preview