Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনগণের রায় প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই: নানক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৭ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৭ AM

bdmorning Image Preview


জনগণ বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যাতকরেছ বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন নির্বাচনে অংশ নেওয়ার মতো সাহস রাখেননি। জনগণের রায় প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই।’

ববিবার রাতে দলের পক্ষে সংবাদ সম্মেলন করে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা নানক বলেন, ‘দেশের জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে। তারা উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।’

নানক বলেন, ‘নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলীয় সূত্র থেকে পাওয়া ফলাফলে তারা বিশ্বাস করেন, দেশবাসী তাদের এক অভূতপূর্ব বিজয় উপহার দিয়েছে।’

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক প্রমুখ।

Bootstrap Image Preview