Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের জয়ী মতিয়া চৌধুরী

নারী ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:২৬ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:২৬ AM

bdmorning Image Preview
মতিয়া চৌধুরী


শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী ৩ লাখ ৪৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয় লাভ করেছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, শেরপুর-২ আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত। নকলা উপজেলার ৬৭ টি কেন্দ্রের ফলাফলে মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে এক লাখ ২৫ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম চৌধুরী ধানের শীষে ভোট পেয়েছেন ৪ হাজার ৪৯৪ ভোট, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী নুরুল ইসলাম হাতপাখায় এক হাজার ২৭ ভোট পেয়েছেন।

নালিতাবাড়ী উপজেলার ৭২টি কেন্দ্রের ফলাফলে মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে এক লাখ ৭৪ হাজার ৮৯৫ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম চৌধুরী ধানের শীষে ভোট পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী নুরুল ইসলাম হাতপাখায় এক হাজার ৯৯১ ভোট পেয়েছেন।

নকলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও জাহিদুর রহমান এবং নালিতাবাড়ী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview