Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিটিভি দেখেই ভোটের ফল জানলেন খালেদা জিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:২৩ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:২৩ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর এই প্রথমবারের মতো নির্বাচনে নিজের ভোট প্রয়োগ করতে পারছেন না তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারেই কাটিয়েছেন তিনি।

এদিকে বিএনপির এই নেত্রী ভোট দিতে না পারলেও কারাগারে বসে বিটিভির মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানার চেষ্টা করেছেন। কারাগার সংশ্লিষ্ট সূত্রে এসব খবর পাওয়া গেছে।

কারা অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, রবিবার অনুষ্ঠিত সারাদেশের নির্বাচনের সর্বশেষ খবর তিনি একমাত্র বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেখে জেনেছেন।

এক প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, তার জানা মতে, বেগম খালেদা জিয়ার রুমে সরকারিভাবে টেলিভিশন দেয়া হলেও তিনি বিটিভির কোনো সংবাদ বা অন্য কোনো অনুষ্ঠান দেখেন না বলে আগেই দায়িত্বরতদের জানিয়েছেন। যার কারণে তার রুমে থাকা টেলিভিশনটি বন্ধই থাকে।

জানা যায়, কারাবিধি মোতাবেক খালেদা জিয়া ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় উন্নতমানের খাবারের পাশাপাশি সরকারিভাবে একটি টেলিভিশন পেয়েছেন। তবে ওই টেলিভিশনে তিনি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চ্যানেল দেখার সুযোগ পাবেন। এছাড়া তিনি ৩টি জাতীয় পত্রিকা পান।

কারাগার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়া নির্জন কারাগারের ডেয়ার কেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় বন্দীজীবন কাটাচ্ছেন। তার সঙ্গে নিজস্ব গৃহপরিচারিকা ফাতেমা বেগম রয়েছেন। তার দৈনন্দিন খাবার সরবরাহ ও সার্বিক নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলারের নেতৃত্বে প্রায় ১০ জন নারী কারারক্ষী ভেতরে পালাক্রমে ডিউটি করছেন।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্যান্টনমেন্টের মঈনুল রোডের ভোটার। বর্তমানে ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে বন্দি রয়েছেন।

Bootstrap Image Preview