Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহী-৬: শাহরিয়ার আলমের আসনে হাতপাখার রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সাংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২ লাখ ৬০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেড় শতাধিক আসনে নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে আছে আওয়ামী লীগ। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৩২ ভোট। অন্য আসনগুলোর তুলনায় এখানে ভোট প্রাপ্তিতে রেকর্ড গড়েছে হাতপাখা। এ আসনে ভোটার ছিলেন ৩ লাখ ৪২ হাজার ৯৮ জন। ভোটগ্রহণ হয়েছে এখানকার ১০৭ কেন্দ্রে।

এ নিয়ে রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। রোববার রাত ১১টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম আবদুল কাদের এ ফলাফল ঘোষণা করেন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৯৮ ভোট। এ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মান্নান (হাতপাখা) ৬৭৯ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আফজাল হোসেন (মই) পেয়েছেন ৩৪৮ ভোট। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৮৩ হাজার ৩৫২ জন। ১৪৫ ভোটকেন্দ্র ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৪৩২। বাতিল হয়েছে ২ হাজার ৮২৮ ভোট।

রাজশাহী-২ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মিজানুর রহমান মিনু পেয়েছেন এক লাখ ৩ হাজার ৩২৭ ভোট। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন (হাতপাখা) ২ হাজার ১২৯, সিপিবির এনামুল হক (৪৫৩) এবং ন্যাশনাল পিপলস পার্টির সাইফুল ইসলাম স্বপন (আম) পেয়েছেন ২০৭ ভোট। এ আসনের মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮২৫। এখানকার ১০৪টি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ২৩ হাজার ৯৭৪। বাতিল হয়েছে ২ হাজার ৪০৫ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন নৌকা প্রতীকে ২ লাখ ১১ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৮০৬ ভোট পেয়েছেন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান (হাতপাখা) ৯২৫, বিকল্প ধারা বাংলাদেশের মনিরুজ্জামান (কুলা) ৪৯১ এবং বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএলএল) সাজ্জাদ আলী (চাকা) পেয়েছেন ১৭৩ ভোট। এ আসনের ভোটার ছিলেন ৩ লাখ ৫৭ হাজার ৩৭৫ জন। এখানকার ১২০টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৯৫ হাজার ৩৮৮ জন। বাতিল হয়েছে ১ হাজার ৬০৫ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক (নৌকা) প্রতীকে ১ লাখ ৯০ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু হেনা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৫৭ ভোট। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান (হাতপাখা) ৪৯৮ এবং বিকল্প ধারা বাংলাদেশের সিরাজুল করিম এবল (কুলা) পেয়েছেন ৪৩৪ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার আটজন। এখানকার ১০৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭ হাজার ২৮১ জন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মনসুর রহমান নৌকা প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৮৭ ভোট। এ আসনে জাতীয় পার্টির আবুল হোসেন (লাঙল) ২ হাজার ২৫, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন (হাতপাখা) ৬৩৭ এবং জাকের পার্টির শফিকুল ইসলাম (গোলাপ ফুল) ৫০৫ ভোট পেয়েছেন। এ আসনে ভোটার ছিলেন ৩ লাখ ১ হাজার ৬৭৬ জন। এখানকার ১১৩ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ২১ হাজার ৮১১ জন।

Bootstrap Image Preview