Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-৩: বিপুল ভোটে নসরুল হামিদ বিপুর জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:১১ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৩ আসন (কেরানীগঞ্জ) থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বর্তমান এমপি এবং  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নৌকা প্রতীক নিয়ে নসরুল হামিদ বিপু পেয়েছেন ২,২১,১৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৫৯২ ভোট।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সূত্র বেসরকারিভাবে এ ফলাফল জানিয়েছে।

ফলাফল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপসচিব মনজুরুল হাফিজ, ম্যাজিষ্টেট সানজিদা পারভীন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাকির আহমেদ, উপজেলা ভুমি অফিসার মতিউর রহমান, জুডিশিয়াল মেজিস্টেট শাহীন রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ঢাকা ৩ আসনে ১০৭ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার তিন লক্ষ বারো হাজার। নির্বাচনে বিপু ও গয়েশ্বর ছাড়াও অন্যান্য প্রার্থীরা হলেন- মই প্রতীক নিয়ে আলী রেজা, মটর গাড়ি প্রতীক নিয়ে আলী রেজা, সিংহ প্রতীক নিয়ে আরিফুর রহমান সিংহ, সূর্য প্রতীক নিয়ে মোস্তফা মহসীন মন্টু, হাত পাখা প্রতীক নিয়ে সুলতান আহমেদ।

এদিকে ঢাকা-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সকাল ১১টায় দোলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন।

পরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের উদ্দেশে বলেন,সর্বত্রই ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্টিত হচ্ছে। মানুষ ব্যাপক আনন্দ ও আগহ্র নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে এবং তাদের ভোটাধিকার প্রদান করছে। আমি ১০বছরে কেরানীগঞ্জে যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ফলস্বরুপ মানুষ আজ স্তস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে যাচ্ছে এবং উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে।

উল্লেখ্য, দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট বর্জন করেছেন প্রায় ৫০ জনের মতো প্রার্থী।

এদিকে ভোটপ্রদানকে কেন্দ্র করে কুমিল্লায় এক বিএনপিকর্মীকে পিটিয়ে ও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন, চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ কর্মী, এক ইসলামী ফ্রন্ট কর্মী ও বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মী, গাজীপুরে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।

Bootstrap Image Preview