Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলার ৪টি আসনেই আ'লীগ বিজয়ী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩০ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এরা হলেন, ভোলা-১ (সদর) আসনে তোফায়েল আহমেদ, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে আলী আজম মুকুল, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন, ২ লাখ ৪২ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন, ৭ হাজার ২২৪ ভোট এবং ইসলামী শাসন আন্দোলনের প্রার্থী মাওলানা ইয়াছিন নবী পুরী হাতপাখা প্রতীকে পেয়েছে ৭ হাজার ৩৮ ভোট।

ভোলা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন, ২ লাখ ২৬ হাজার ১২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজ ইব্রাহীম বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন, ১৩ হাজার ৯৯৯ ভোট এবং ইসলামী শাসন আন্দোলনের প্রার্থী ওয়াদুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন, ৮ হাজার ২৩২ ভোট।

ভোলা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন নৌকা প্রতীকে পেয়েছেন, ২ লাখ ৫০ হাজার ৪১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসন আন্দোলনের মাওলানা মুছলেউদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন, ৪ হাজার ৫৫ ভোট এবং বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ ধানের শীষে পেয়েছেন, ২ হাজার ৫০২ ভোট।

ভোলা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ ইসলাম জ্যাকব নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৯৯ হাজার ১৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসন আন্দোলনের মাওলানা মহিবুল্লাহ হাতপাখা নিয়ে পেয়েছেন, ৬ হাজার ২২২ ভোট। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নাজিম উদ্দিন আলম ধানের শীষে পেয়েছেন, ৫ হাজার ৪৭ ভোট।

এর আগে সারাদেশের মতো ভোলার ৪টি আসনের ৪৭৬টি ভোটকেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেলে ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, ভোলার ৪টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসন আন্দোলন ও কমিউনিস্ট পার্টির মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ভোলা-১ আসনে ৫ জন, ভোলা-২ আসনে ৩ জন, ভোলা-৩ আসনে ৪ জন ও ভোলা-৪ আসনে ৩ জন।

ভোলা জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১২ লাখ ৭৩ হাজার ৮২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫১ হাজার ৮০ জন ও নারী ভোটার সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৭৪১ জন।

৫টি পৌরসভা, ৭টি উপজেলা ও ৬৯টি ইউনিয়ন নিয়ে ভোলা জেলা গঠিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪৭৬টি ও মোট ভোটকক্ষের সংখ্যা ছিল ২ হাজার ৭১৪টি। 

Bootstrap Image Preview