Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোলাম মাওলা রনি কত ভোট পেলেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:১২ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:১২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনি মাত্র ছয় হাজার ১৭৬ ভোট পেয়েছেন। এ কারণে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

পটুয়াখালী-৩ সংসদীয় আসনের রনির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগনে আওয়ামী লীগের এস এম শাহাজাদা।

তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ১৫ হাজার ৫৭৯ ভোট।

জানা যায়, ওই আসনের মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৪৯৭ জন। সেখানে ইসলামি আন্দোলন বাংলাদেশের কামাল খাঁন পেয়েছেন ছয় হাজার ৮১৪ ভোট।

প্রসঙ্গত, রনি পটুয়াখালী-৩ আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেয়া হয়নি তাকে । এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

Bootstrap Image Preview