Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:২৪ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:২৪ PM

bdmorning Image Preview


গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণ করতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় দলটির স্থায়ী কমিটির ঐ সভা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সন্ধ্যা ৬টায় ২০ দলীয় জোটের বৈঠকও ডাকা হয়েছে।

এদিকে রবিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাত ৮টার দিকে বেইলি রোডের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।

এসময় দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছে দাবি করে ড. কামাল হোসেন বলেন, এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এ অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এ নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করছি।

Bootstrap Image Preview