Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংবাদ সন্মেলনে ভোট বর্জনের জবাব দিলেন নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:২২ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:২২ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে এখন বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা শুরু হয়েছে। ইতমধ্যেই এই নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্টের পক্ষ্য থেকে মধ্যবর্তী নির্বাচন চাওয়া হয়েছে। ঐক্যফ্রন্টের এমন দাবির প্রেক্ষিতে এক সংবাদ সন্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ভোট প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই।

রবিবার (৩০ ডিসেম্বর) রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। নানক বলেন,জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে তারা নির্বাচন প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক,অস্বাভাবিক নয়। আর ড. কামাল হোসেন সাহেব জনগণ দ্বারা এমন একজন প্রত্যাখ্যাত ব্যক্তি যিনি নিজে নির্বাচনে অংশগ্রহণ করার সাহস রাখেননি। কাজে আমরা বলতে চাই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ভোট প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই।

নানক আরও বলেন, আমরা ভেবেছিলাম,নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের অভিনন্দন জানানো হবে। তারা এমন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করবেন। তারা সেই অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি। সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি।

Bootstrap Image Preview