Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুর-৫ আসনে ৭ম বারের মতো বিজয়ী ​​​​​​​প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ PM

bdmorning Image Preview


পার্বতীপুর ও ফুলবাড়ি নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর-৫। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার (৩০ ডিসেম্বর) এ আসনে টানা ৭ম বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

দিনাজপুর-৫ আসনে নৌকা প্রতিকে ১ লাখ ৮৯ হাজার ২৮০ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী এজেড এম রেজওয়ানুল হক। ধানের শীষ প্রতিকে তিনি পেয়েছেন মোট ১ লাখ ২৯ হাজার ১৬৭ টি ভোট।

দিনাজপুর-৫ আসনের শুধু পার্বতীপুর উপজেলায় নৌকা মার্কায় মোট ভোট ১,৩৪,১২২ এবং ধানের শীষ ৮০,২৯১ এবং ফুলবাড়ি উপজেলায় নৌকা ৫৫,১৫৮ এবং ধানের শীষ ৪৮,৮৭৬।

 

 

Bootstrap Image Preview